টালিখাতা অ্যাপ প্রগতি সিস্টেমস লিমিটেড এর তৈরি ও পরিচালিত বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি হিসাব রাখা ও ডিজিটাল ওয়ালেট টালি’পে এর সেবা দিয়ে থাকে। ব্যবসায়ীরা এতে তাঁদের ক্যাশ-বাকি বেচাকেনা ও অন্যান্য দৈনন্দিন খরচের হিসাব রাখছেন। এছাড়া টালি’পে এর মাধ্যমে কাস্টমার থেকে পেমেন্ট গ্রহণ করছেন, মোবাইল রিচার্জ ইত্যাদি ব্যবহার করছেন।
২০২০ সালের জুলাই মাসে কোভিড অতিমারির মধ্যে টালিখাতা অ্যাপ বাণিজ্যিকভাবে বাজারে আসে। বর্তমানে এতে ৫০ লক্ষ রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে এবং প্রতিদিন ৩ লক্ষের অধিক ব্যবহারকারী হিসাব রাখা ও পেমেন্ট সেবায় ব্যবহার করছেন।
যোগাযোগ
- ঠিকানাপ্লটঃ ২এ, রোডঃ ২৩এ, ব্লক-বি, বনানী, ঢাকা ১২১৩, বাংলাদেশ
- ফোন১৬৭২৬
- Email:info@tallykhata.comOpens in your application
© প্রগতি সিস্টেমস লিমিটেড | ২০২৩