কাস্টমার ও সাপ্লায়ারের সব হিসাব থাকবে চোখের সামনে। জানতে পারবেন বাকি/জমার পরিমাণ যেকোন সময়।
কাস্টমারকে বাকির হিসাব পাঠান নিজের এসএমএস, ইমো, হোয়াটসঅ্যাপ, টালি মেসেজের মাধ্যমে।
বাকি পরিশোধের কথা মনে করিয়ে দিন কাস্টমারকে। নতুন-পুরাতন সব বাকি দ্রুত আদায় হবে।
নিজের কাছে জমা রাখতে বা কাস্টমারকে পাঠাতে রিপোর্ট ডাউনলোড করুন।
অ্যাপ ডিলিট হলে বা ফোন হারিয়ে গেলেও সমস্যা নেই। সব হিসাব সুরক্ষিত থাকে টালিখাতা অ্যাপে।